ধর্মপ্রজ্ঞা – সত্য মার্গ

ধর্মপ্রজ্ঞা হলো কৃতান্তিকদের সমাজের সর্বস্তরের সদস্যদের জন্য পালন করা ধর্মের কথা, যাকে ধারণ করে প্রতিটি সদস্য কৃতান্তিক হয়ে ওঠার পথে অগ্রসর হতে পারবে, এবং এক কৃতান্তিক কুলের সঞ্চার করতে পারবে। এক কোথায় ধর্ম প্রজ্ঞা হলো কৃতান্তিকদের দৈনন্দিন জীবনে চলার পথ, কজা পালন করে তারা নিজেদের ধর্মবোধকে অক্ষত রাখতে পারবে।