আদি কৃতান্ত – প্রকৃত ঈশ্বরকথা

আদি কৃতান্ত মাত্র দর্শন গ্রন্থ নয়, এটি ধর্মগ্রন্থও ঠিক নয়। এই গ্রন্থের কভারে লেখা আছে প্রকৃত ঈশ্বর কথা। তাই এই রন্থ একটি বিশেষ উচ্চতার গ্রন্থ, যা ইতিহাসের কথা, বর্তমানের কথা এবং ভবিষ্যতের কথা, তিনই ব্যক্ত করেছে।